![গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/gaffargaon_135547.jpg)
ময়মনসিংহ, ১৭ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গফরগাঁও ও মশাখালী রেলস্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (২৫)।
পুলিশের ধারণা, দুই বছর বয়সী ছেলে ইয়াসিনকে নিয়ে পূর্ব ধামাইল গ্রামের লিজা আত্মহত্যা করেছেন। লিজার স্বামীর নাম রাজীব মিয়া।
গফরগাঁও রেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ধামাইল এলাকায় ময়মনসিংহ-ঢাকাগামী আন্তঃনগর যমুনা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে মা-ছেলে। সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন বলে তার ধারণা। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম