![গোদাগাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/godagari-muzibnogor-day_135548.jpg)
গোদাগাড়ী, ১৭ এপ্রিল, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার উপজেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।
আয়োজনের অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সাভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়াম্যান রওশন আরা ডলি, শিক্ষাবিদ রবিউল হক, প্রাক্তন উপজেলা মুক্তিযোদ্ধাকমান্ডার অশোক কুমার চৌধুরী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এসময় তারা বলেন, মুজিবনগর দিবসে অস্থায়ী সরকার শপথ গ্রহণ না করলে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা দুরূহ হতো।
আলোচনা শেষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক উপস্থিত বক্তৃতাপ্রতিযোগিতারবিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে উপজেলা শিল্পকলা একাডেমীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/নির্ঝর