![ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে মুজিব নগর দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/bhuapur-muzibnagor_135552.jpg)
ভূঞাপুর (টাঙ্গাইল), ১৭ এপ্রিল, এবিনিউজ : সারা দেশের ন্যায় ভূঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে "মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক, আব্দুল আজিজ, সুবাস চন্দ্র পাল, আল আমিন মন্ডল, আকরাম হোসেন, সুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হাবিবুর রহমান রহমান সংগ্রাম। পরে মুজিব নগর দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগীতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/কামাল হোসেন/জসিম/নির্ঝর