![আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ জনের মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/ashulia-lash_135560.jpg)
সাভার, ১৭ এপ্রিল, এবিনিউজ : ঢাকার সাভারের আশুলিয়ার জিরানী বাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার জিরানি বাজার এলাকার হাজী আনোয়ার মডার্ণ ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো, ময়মনসিংহের মুক্তাগাছার আলী হোসেনের ছেলে ফরহাদ হোসেন (২৪), সে ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট। অন্যজন নাবিনুর রহমান নওগাঁ জেলার আতরাই থানার আবদুল কুদ্দুসের ছেলে। তারা দুজন ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন ঘুমাতো।
আশুলিয়া থানার এসআই কামরুল হোসেন জানায়, সকালে জিরানির এলাকার আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টস চেম্বারসে দুজনের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে মদের বোতল ও কিছু শুকনা খাবার পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপান করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানায়, আশুলিয়ার জিরানী বাজারের এলাকার হাজি আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বলা যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর