শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে কোচিং না করায় শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ

অভয়নগরে কোচিং না করায় শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ

অভয়নগরে কোচিং না করায় শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ

অভয়নগর (যশোর) , ১৭ এপ্রিল, এবিনিউজ : কোচিং না করায় অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুইজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার দুপুরে ওই শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছে।

প্রাপ্ত অভিযোগ নামা সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার ও সুলতানা আক্তার কে প্রধান শিক্ষিকা হোসনেয়ারা মুক্তা বেদম বেত্রাঘাত করেছেন। তার নির্দেশ মোতাবেক বিদ্যালয়ে কোচিং না করায় তিনি ক্ষিপ্ত হয়ে তাদের বেত্রাঘাত করেছেন বলে অভিযোগ নামায় উল্লেখ করা হয়েছে।

বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এবিএন/মোঃ সেলিম হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত