![খোকসা ভয়াবহ অগ্নিকান্ড: বসতঘর ভষ্মিভুত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/khoksha-firain_135563.jpg)
খোকসা (কুষ্টিয়া) , ১৭ এপ্রিল, এবিনিউজ : খোকসার হিজলাবট পশ্চিমপাড়ার রফিকুল ইসলাম ও চাঁদা আলীর বাড়িতে এক ভয়াবহ আগ্নিকান্ডে বসতঘর, কৃষি ফসল সহ ৩ লক্ষাধীক টাকার মালামাল আগুনে পুরে গেছে। বাড়ির রান্নঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এলাকাবাসীর দাবী। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে হিজলাবট পশ্চিম পাড়ায় এ আগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এলাকা বাসী জানায় সকালে চাঁদ আলীর রান্নাঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুতের মধ্যে তা সারা বাড়িতে ছড়িয়ে পরে। এলাকাবাসী দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ৪ টি বসত ঘর এবং ঘরে থাকা ৫০ মন ধান, ৩০ মন পেয়াজ, ২০ মন মসুর , ১০ মন গম, নগদ টাকা ও আসবাবপত্র আগুনে ভস্মিভুত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসমান পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান ও ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মনজুরুল আলম। তারা বলেন, আগুনে পুরে যাওয়া হিজবটের দুই পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
এবিএন/ সুমন কুমার মন্ডল/জসিম/নির্ঝর