![অভয়নগরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/avaynagor-firaing_135564.jpg)
অভয়নগর (যশোর) , ১৭ এপ্রিল, এবিনিউজ : অভয়নগরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর ও মৎস্য ঘেরের টং ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার কাপাশহাটি গ্রামে কিশোর শুভ মল্লিক’র (২২) বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসীরা জানান, শুভ মল্লিকের পিতা মাতা ঢাকায় থাকে। আর শুভ একা বাড়িতে থেকে। প্রতিবেশিদের সাথে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। গতকাল সোমবার সকালে প্রতিপক্ষরা বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাপত্র ভাংচুর করেছে। এবং বাড়ির পাশে রতন মল্লিকের একটি মৎস্য ঘেরের দুইটি টং ঘরে অগ্নিসংযোগ করে ভষ্মিভূত করেছে।
এবিএন/মোঃ সেলিম হোসেন/জসিম/নির্ঝর