শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মিরসরাইয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

মিরসরাইয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

চট্টগ্রাম, ১৭ এপ্রিল, এবিনিউজ : মিরসরাই উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় দ্রুতগামী গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে সাজেদা বেগম (৪০) নামে এক পথচারী নারী।

খবর পেয়ে উপজেলার বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের মাঝখান থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

দ্রুতগামী গাড়ির চাকায় পৃষ্ট হয়ে সাজেদার মৃত্যু হয়েছে জানিয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার জানান, আজ মঙ্গলবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় পাওয়া গেছে। নিহত সাজেদা উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের আকতার হোসেনের স্ত্রী। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত