নন্দীগ্রাম (বগুড়া), ১৭ এপ্রিল, এবিনিউজ :জেলা নন্দীগ্রামে উপজেলা প্রসাশনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ ভদ্রাবতীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, নির্বাচন অফিসার আশরাফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমি প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্মল