![নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/narsingdi-atok_135571.jpg)
নরসিংদী, ১৭ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীর মাধবদী থানাধীন চৈতাব থেকে ৮ কেজি গাজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল সোমবার সন্ধায় চৈতাব বকুল টেক্সটাইলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন চৈতাব এলাকার মৃত. আব্দুল মজিদের ছেলে মো: কবির মিয়া (৫৫) ও আঃ রহমানের ছেলে রবিকুল ওরফে শফিকুল (২১)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অাব্দুল গাফ্ফার বলেন, গতকাল সন্ধায় আমি ও আমার টিম গোপন সংবাদের ভিত্তিতে চৈতাবতে অভিযান চালাই। সেসময় চৈতাব বকুল টেক্সটাইলের সামনে থেকে কবির ও রবিকুলকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৮কেজি গাজার একটি চালান জব্দ করা হয়। তারা দুই জনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর