বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

ঝিনাইদহ, ১৭ এপ্রিল, এবিনিউজ : বাল্য বিবাহ, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিংকে লাল কার্ড প্রদর্শন করলো ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকাল ১০টায় লাল সবুজ উন্নয়ন সংঘরে আয়োজনে এ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা এ লাল কার্ড প্রদর্শনসহ শপথ নেয়। এ সময় তারা বাল্য বিবাহকে লাল কার্ড, জঙ্গীবাদ কে লাল কার্ড, মাদককে লাল কার্ডসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শনকুমিল্লার লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমানভাবে তিনি জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে গত ৭ মার্চ থেকে টানা ৫ মাসের সফরে বের হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে তিনি এ কর্মসূচি শুরু করেছেন।

বাংলাদেশের ৬৪ জেলায় তার এ কর্মসূচি বাস্তবায়িত হবে। ইতিমধ্যে তিনি ২৪টি জেলায় জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার জন্য লাল কার্ড প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।

আগামীকাল বুধবার তিনি মেহেরপুর জেলায় লালকার্ড প্রদর্শন কর্মসুচি বাস্তবায়ন করবেন। এসময় তার সাথে ছিল লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য হুসাইন আহমেদ ও আজহারুল ইসলাম।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত