শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চট্টগ্রামে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম, ১৭ এপ্রিল, এবিনিউজ :চট্টগ্রামে ২৮০ লিটার চোলাই মদসহ মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৭।

গতকাল সোমবার রাত পৌনে নয়টায় নগরীর ইপিজেড থানাধীন রেলবিট এলাকার জালাল কলোনীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে চোলাই মদসহ তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন, র‌্যাব ৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, তাদের কাছে আগে থেকে গোপন তথ্য ছিল, এলাকায় দেশীয় তৈরি চোলাই মদ মজুদ করে বিক্রয় করছে ইসমাইল হোসেন। তথ্যমতে অভিযান চালিয়ে ড্রামভর্তি ২৮০ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার করা হয় মাদক ব্যবসায় জড়িত ইসমাইলকে। তিনি বলেন, গ্রেফতার ইসমাইল নরসিংদী জেলা সদরের দক্ষিণ পুড়া পাড়ার চান মিয়ার ছেলে। উদ্ধার হওয়া চোলাই মদের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা জানিয়ে গ্রেফতার মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত