বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • টাঙ্গাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইল, ১৭ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরিফুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এসময় বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা ও কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেন। যাতে ভবিষৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।

অনুষ্ঠানের শুরুতে তথ্য অফিসের উদ্যাগে ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। যাতে আধুনিক প্রজন্মের ছেলে মেয়েরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।

প্রদর্শনী শেষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত