![দৌলতপুরে মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/rally_abnews_135583.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ১৭ এপ্রিল, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, পশু সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন প্রমুখ।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি