শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দুর্গাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দুর্গাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা), ১৭ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠন নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপি সার্কেল শাহ্ শিবলী সাদিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এছাড়া দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ পলাশ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী মাওলানা আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়। বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়েছে। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র ও মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত