![পাঁচবিবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/pachbibi-map_135587.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ১৭ এপ্রিল, এবিনিউজ : আজ মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার কাইছার রহমান মন্ডল প্রমুখ।
পরে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি