![আখাউড়ায় ছিনতাইকালে আটক যুবক বন্দুক যুদ্ধে নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/dead_abnews_135588.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৭ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই চেষ্টাকালে আটক খোকন সূত্রধর (২৫) নামে যুবক পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে আখাউড়া-সিলেট বাইপাস রেললাইনের তিতাস ব্রিজ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ওই যুবক হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের দাস পাড়ার রমেশ সূত্রধরের পুত্র।
গতকাল সোমবার দুপুরে আখাউড়া পৌরশহরের লাল বাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ওই যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
এদিকে নিহত খোকন সুত্রধরের বড় ভাই মাখন সূত্রধর অভিযোগ করেন চক্রান্ত করে আমার ভাইকে হত্যা করা হয়েছে ।
আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, গতকাল সোমবার দুপুরে এক বেসরকারি কো¤পানির প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। তার দেওয়া তথ্য মতে রাতে তাকে নিয়ে তার দলের অন্য সহযোগীদোর গ্রেফতারের জন্য অভিযানে গেলে পথিমধ্যে উৎপেতে বসে থাকা তার সহযোগীরা পুলিশকে দেখে গুলি ছুঁড়তে থাকে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।
এসময় তার সহযোগীদের গুলিতে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে পূর্বে একই কো¤পানির টাকা চুরির ১টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ১টি রাম দা উদ্ধার করে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি