![আখাউড়ায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে সভা ও মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/sova_abnews_135589.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৭ এপ্রিল, এবিনিউজ : সরকারি চাকুরীতে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল ও ফেসবুকে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কটাক্ষ করে মন্তব্যের প্রতিবাদে আখাউড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা হাজী মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ জামসেদ শাহ্, মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক খাদেম, মো. দারুল ইসলাম, আব্দুল ওয়াহাব ভূইয়া, গাজী আব্দুল মতিন, মো. বাহার মিয়া মালদার, মো. জজ মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান মো. মনিরুল ইসলাম, নয়ন ঘোষ, মো. সাদ্দাম হোসেন, মো. সাব্বির খন্দকার প্রমুখ।
বক্তারা সরকারি চাকুরীতে কোটা বাতিলের আন্দোলনকারীরা ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে মুক্তিযোদ্ধাদের হেয় ও কটাক্ষ করে মন্তব্য করার প্রতিবাদ জানান এবং মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানান।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি