![চকরিয়ায় প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/chakaria-abnews_24_02_135591.gif)
চকরিয়া (কক্সবাজার), ১৭ এপ্রিল, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন “মোহনায়” এ অনুষ্টান অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইফতেকার উদ্দিন মো.আরাফাত, চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুলসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
পরে রচনা প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্মল