বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে মুজিবনগর দিবস পালন

ফরিদপুরে মুজিবনগর দিবস পালন

ফরিদপুর, ১৭ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতারা। স্বাধীনতা যুদ্ধে শহীদের আতœার শান্তি কামনাায় এক মিনিট নিরবতা পালন করেন তারা।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা।

এছাড়া ও জেলা প্রশাসনের আয়োজনে বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারর্রফ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ প্রমুখ।

বক্তরা এসময় বলেন, ১৭ এপ্রিল বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিব দিন। এ দিবসের ইতিহাস বাঙালি জাতিস্বত্ত্বার ইতিহাস।

তারা আরো বলেন, মুজিবনগর সরকাই মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করে। তাই মুজিবনগর দিবসটি আমাদের নতুন প্রজন্মের কাছে বেশি করে তুলে ধরতে হবে।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত