![শ্রীমঙ্গলে ব্রি ৫৮, ৬০ ও ৬৩ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/sova_abnews_135593.jpg)
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন উচ্চ ফলনশীল ব্রি ৫৮, ৬০ ও ৬৩ জাতের প্রদর্শনী প্লটের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি ও গবেষণা কার্যক্রম বৃদ্ধি করনের লক্ষ্যে বোরো মৌসুমে ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত বীজ ও নির্ধারিত সার দ্বারা শ্রীমঙ্গল কৃষি বিভাগের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ৩টি প্রদর্শনী প্লটে তিনটি জাতের ধান চাষ করা হয় এবং নতুন জাতগুলোর মাঠ পরিদর্শন, পর্যবেক্ষণ ও তুলনামুলক মূল্যায়ন করা হয়।
প্লট পর্যবেক্ষণে দেখা যায়, তিন জন কৃষকের ছয় বিঘা জমিতে প্রদর্শনী প্লটে ভালো ফলন হয়েছে এবং কোন রোগবালাইয়ের আক্রমণ ছিল না।
এ উপলক্ষে আজ মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ব্লকের গন্ধর্বপুর গ্রামে নতুন উচ্চ ফলনশীল জাতগুলোর সম্প্রসারণের লক্ষ্যে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউট, হবিগঞ্জের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু সাঈদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রুমেল বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজিত কুমার পাল প্রমুখ।
কৃষক সমাবেশে এলাকার প্রায় দু’শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রদর্শনী প্লটে ভূনবীর ব্লকের গর্ন্ধবপুর গ্রামের শৈলেন্দ্র দাশ, ধীরেন্দ্র দেবনাথ ও দীপংকর দাশের দুই বিঘা করে ছয় বিঘা জমিতে নতুন জাতের উচ্চ ফলনশীল ব্রি ৫৮, ৬০ ও ৬৩ জাতের ধান চাষ করা হয়।
প্লট পর্যবেক্ষণে দেখা যায়, প্রদর্শনী প্লটে এ নতুন বোরো ধানের জাতের ফলন অনেক বেশি হয়েছে। এতে এলাকার কৃষকরা এ জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি