বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

শিবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

শিবপুর (নরসিংদী) , ১৭ এপ্রিল, এবিনিউজ : শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভঁইয়া রাখিল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো: খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: ফারুক খান।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাপসী রাবেয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: মিন্টু মৃধা, কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সাকেব সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজন রায়সহ পৌর ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সকল উন্নয়ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের অংঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি গ্রামে গ্রামে জনগনের নিকট প্রচার করার জন্য আহবান জানান।

উপজেলার আওয়ামী লীগের তরুণ নেতাদেরকের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সকল কাজ গুলো প্রচার করার জন্য তরুণ নেতাকর্মীদেরকে বলেন।

সভা শেষে নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মরহুম মাহবুবুর রহমান ভূঁইয়া স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত