![হোসেনপুরে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/abnews-24.b_135603.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৭ এপ্রিল এবিনিউজ: হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহ্ মাহবুবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান বাদল।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন, শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক মো.দিদারুল হক রাসেল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মো. আবদুল কাইয়ুম খান।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা