![ইবিতে সহপাঠিকে মারধরের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/abnews-24.bb_135608.jpg)
ইবি (কুষ্টিয়া), ১৭ এপ্রিল এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের জাকারিয়া নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে তার সহপাঠিরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের শ্রেণীকক্ষে এ মারধরের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এঘটনায় ভুক্তভোগী ও মারধরকারী সবাই আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এদের মধ্যে ভুক্তভোগী জাকারিয়া বিভাগের প্রথম শ্রেণিতে দ্বিতীয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব সূত্রতার জেরে আজ মঙ্গলবার শহিদুল ইসলাম শাহিনের মদদে আনোয়ার সাদাত, আনসার উল্লাহ আরিফসহ কয়েকজন শ্রেণী কক্ষেই জাকারিয়াকে মারধর করে।
এ ঘটনায় অন্যান্য সহপাঠীরা জানায়, শাহিন, আনোয়ার ও আরিফের বিরুদ্ধে র্যাগিং, মেয়েদের সাথে অসদাচারণ, বিভিন্ন সময় সহপাঠিদের থেকে ভয়ভীতি দেখিয়ে সিগারেট খাওয়ার টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আনসারুল্লাহ আরিফের কাছে জানতে চাইলে সে মারধরের কথা স্বীকার করে জানায়, ‘ও (জাকারিয়া) আমাদের বিরুদ্ধে স্যারদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে স্যারদের কাছে আমাদেরকে কালার করত তাই ওকে চড়-থাপ্পড় দেয়া হয়েছে।’
এ বিষয়ে ভুক্তভোগী জাকারিয়া তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানায়, ‘আমি ক্লাসে ছিলাম এসময় ওরা আমাকে অতর্কিতভাবে মারধর শুরু করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে জানতে চেয়ে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মেদ নাছির উদ্দিনকে ফোন করলে তিনি মিটিংয়ে রয়েছেন জানিয়ে কথা বলেন নি।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা