![খানসামায় অগ্নিকান্ডে ১০টি ঘর ভস্মিভূত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/agnikando-abn_135610.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর) , ১৭ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে অগ্নিকান্ডে দু’পরিবারের ১০টি ঘরসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ ভস্মিভূত ও ২২টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গতকাল সোমবার রাত আনুমানিক ৮টায় উপজেলার খামারপাড়া ইউনিয়নের মঙ্গুলুশাহ্পাড়ায় ঘটেছে।
অগ্নিকান্ডে ওইপাড়ার মোজামউদ্দিন ও বছিরউদ্দিনের বাড়ির ১০টি ঘরসহ ৯টি গরু ও ১৩টি ছাগল মারা যায়।
প্রতিবেশি মাহমুদা বেগম জানান, বছিরউদ্দিনের স্ত্রী সন্ধ্যায় গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য খড়ের ভুসিতে আগুন জ্বালিয়ে দিয়ে আত্মীয় বাড়িতে গেলে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ওই দু’পরিবারের অন্তত ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহমেদ মাহবুব-উল-ইসলাম ও ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর