![সিরাজগঞ্জে বাস চাপায় অধ্যক্ষ্যের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/abnews-24.bbb_135614.jpg)
সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল এবিনিউজ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা নামক স্থানে বাসচাপায় ইউনুছ জামান (৫১) নামে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধার দিকে তিনি মারা যান। নিহত ইউনুস জামান উপজেলার বরইতলী গ্রামের বাসিন্দা ও চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান জানান, সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে যাবার জন্য বের হন ইউনুস জামান। মোটর সাইকেলযোগে কলেজ গেইট থেকে রাস্তায় উঠলে ঢাকা থেকে সোনামুখীগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা