![সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/abnews-24.bbbb_135615.jpg)
সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল এবিনিউজ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দূর্গোম চরাঞ্চলের হাপাঁনিয়া গ্রামে নাজমা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের শামসুল হকের স্ত্রী ও ৫ সন্তানের জননি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
চৌহালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, উক্ত গ্রামের শামসুল হকের স্ত্রী নাজমার ঝুলন্ত লাশ আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে প্রতিবেশীরা তার নিজ ঘরে দেখতে পায়। এটি হত্যা না আত্নহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুপুরের দিকে নিজ ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তবে ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলোনা বলে প্রথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা