![সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/abnews-24.bbbbb_135617.jpg)
সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল এবিনিউজ: উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরু। শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে তিনটি অনুষদের পাঠদানের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্লাস উদ্বোধন করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য বিশ্বজিৎ ঘোষ। এ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেজিস্ট্রার সোরহাব হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, এএম আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ,
শাহজাদপুর মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. ইউনুস আলী খান, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল হামিদ লাভলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজামান শফি প্রমুখ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষদগুলো হলো- রবীন্দ্র অধ্যয়ন বিভাগ, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ এবং অর্থনীতি বিভাগ।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা