শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে শিশুপুত্র নিয়ে ট্রেনের নীচে ঝাপিয়ে আত্নহত্যা
স্বামী ও শ্বশুর আটক

গফরগাঁওয়ে শিশুপুত্র নিয়ে ট্রেনের নীচে ঝাপিয়ে আত্নহত্যা

গফরগাঁওয়ে শিশুপুত্র নিয়ে ট্রেনের নীচে ঝাপিয়ে আত্নহত্যা

গফরগাঁও (ময়মনসিংহ), ১৭ এপ্রিল এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশুপুত্র ইয়াসিন (০২)কে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন লিজা আক্তার (২৫) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধামাইল পূর্ব পাড়া এলাকায় আজ মঙ্গলবার ভোরে । ঘটনার পর থেকে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন শ্বশুর বাড়ির লোকজন । এ ঘটনায় স্বামী ও শ্বশুরকে আটক করে গফরগাঁও রেলওয়ে পুলিশ। দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে ।।

এলকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার উথুরী গ্রামের শাহজাহান মৃধার মেয়ে লিজা আক্তারের সাথে প্রায় ৫ বছর পূর্বে র্পাশ্ববতী ধামাইল পূর্বপাড়া গ্রামের ফারুক ঢালীর ছেলে রাজীব ঢালীর বিয়ে হয়। এই দম্পতির ঘরে ইয়াসিন নামে দুই বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী রাজীবসহ শ্বশুর বাড়ির লোকজন নানা কারনে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে গৃহবধু লিজাকে। বিভিন্ন সময় র্নিযাতন সইতে না পেরে লিজা বাবার বাড়িতে আশ্রয় নিত। গত সোমবার আবারও লিজাকে মারধর করে শশুর বাড়ির লোকজন।

এতে গৃহবধু লিজা অত্যাচার সইতে না পেরে আজ মঙ্গলবার ভোর ৫টায় গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে শিশুপুত্র ইয়াসিনকে নিয়ে ঝাপ দেয়। এতে গৃহবধু লিজা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এসময় চালক ট্রেনের গতি কমিয়ে চালক শিশুটিকে উদ্ধারের অনুরোধ করলে এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। পরে পুলিশ এলাকা থেকে নিহত গৃহবধু লিজার স্বামী রাজিব ঢালী ও শ্বশুর ফারুক ঢালীকে আটক করে ।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম বলেন, নিহত গৃহবধুর স্বামী রাজিব ঢালী ও শ্বশুর ফারুক ঢালীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজী বলেন, এ ঘটনায় স্বামী শশুরকে জিজ্ঞাসাবা করে আত্নহত্যায় পরোচনায় জড়িত থাকলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত