শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

গফরগাঁওয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ), ১৭ এপ্রিল এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমানের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিক, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান,

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম শিকদার প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ এর ১৭ এপ্রিল ঐতিহাসিক মেহেরপুরের মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকারের শপথ অনুষ্ঠিত হয়। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনের গুরুত্ব অপরিসিম ।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত