বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • চোখ বেঁধে তুলে নেওয়ার অভিযোগ সত্য নয়: ডিবি

চোখ বেঁধে তুলে নেওয়ার অভিযোগ সত্য নয়: ডিবি

চোখ বেঁধে তুলে নেওয়ার অভিযোগ সত্য নয়: ডিবি

ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : কোটা সংস্কার আন্দোলনের তিন ছাত্রনেতাকে চোখ বেঁধে ডিবিতে আনার অভিযোগ সত্য নয় বলে দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এটিকে তিনি ভুল বোঝাবুঝি বলে অভিহিত করেছেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্দোলনকারী তিন নেতার চোখ বাঁধার বিষয়টি অস্বীকার করেন ‍তিনি।

এর আগে গতকাল সোমবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। তাদেরকে নিজেদের কার্যালয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে ডিবি। পরে ছাত্রনেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তাদের চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। একই সঙ্গে তারা তাদের নিরাপত্তারও দাবি জানান।

তারা মামলা প্রত্যাহার চেয়েছে বলে আটক করা হয়েছিল কিনা? এর জবাবে তিনি বলেন, ‘মামলা প্রত্যাহার চাওয়ার সঙ্গে তাদের ডিবিতে নিয়ে আসার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তারা কী বক্তব্য দিলো, এর ব্যাখ্যা তারাই ভালো দিতে পারবেন।’

আব্দুল বাতেন বলেন, ঢাবির ভিসির ভবনে হামলার ঘটনায় করা মামলার তদন্তের প্রয়োজনে একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে ডাকা হচ্ছে। যেহেতু হামলাকারীদের আমরা চিনি না, তাই শিক্ষার্থীদের ডেকে আনা হচ্ছে।

এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান ডিবির যুগ্ম কমিশনার।

প্রসঙ্গত, গতকাল সোমবার কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির তিন যুগ্ম-আহ্বায়ককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি কালো গ্লাসের মাইক্রোবাসে করে তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তিন শিক্ষার্থী হলেন-রাশেদ খান, নুরুল হক ও ফারুক হাসান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত