
ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : কোটা সংস্কার আন্দোলনের তিন ছাত্রনেতাকে চোখ বেঁধে ডিবিতে আনার অভিযোগ সত্য নয় বলে দাবি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এটিকে তিনি ভুল বোঝাবুঝি বলে অভিহিত করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্দোলনকারী তিন নেতার চোখ বাঁধার বিষয়টি অস্বীকার করেন তিনি।
এর আগে গতকাল সোমবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে চোখ বেঁধে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। তাদেরকে নিজেদের কার্যালয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে ডিবি। পরে ছাত্রনেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তাদের চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। একই সঙ্গে তারা তাদের নিরাপত্তারও দাবি জানান।