![সিংড়ায় বোরো ধানের নমুনা শস্য কর্তন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/abnews-24.bbbbbbbbbbb_135635.jpg)
সিংড়া (নাটোর), ১৭ এপ্রিল এবিনিউজ: নাটোরের সিংড়া উপজেলায় বোরো ধান কর্তন শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলার সুকাশ ইউনিয়নের শতকুঁড়ি মাঠ থেকে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়। নমুনা শস্য কর্তন করেন, নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ,মাছরাঙ্গা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন,সিংড়া প্রেসক্লাবের সদস্য রাকিবুল ইসলাম সহ কৃষি বিভাগ ও স্থানীয় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩৮হাজার ১শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৩৬ হাজার ৫শ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কারনে ও তেল,বীজ,সার সময়মত পাওয়া এবং পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে।
এবার কৃষকরা ধানের মূল্যও গত বছরের চেয়ে ভালো পাবে বলে আশা করছি। কৃষকরা যেন বীজ ভালো ভাবে সংরক্ষণ করতে পারে সেজন্য কৃষি অফিস থেকে তাদের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা