![সিংড়ায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/abnews-24.bbbbbbbbbbbbb_135639.jpg)
সিংড়া (নাটোর), ১৭ এপ্রিল এবিনিউজ: নাটোরের সিংড়ায় দুই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের উপজেলার শেরকোল বাজার পাড়া থেকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার শেরকোল বাজারপাড়ার মৃত মফিজের ছেলে জটু (৫০) ও মৃত মহসিনের ছেলে রেজা (৪০)।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ রানা, এসআই খাইরুজ্জামান, এসআই শাহেদ, এএসআই সেলিম সহ সঙ্গীয় ফোর্স শেরকোল বাজারপাড়া অভিযান পরিচালনা করে মৃত মফিজের ছেলে জটু (৫০) ও মৃত মহসিনের ছেলে রেজা (৪০) কে দুই কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,আটককৃত দুই মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা