গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ১৭ এপ্রিল এবিনিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ীতে এনডিএফ (এনজিও) কর্তৃক বন্যা পরবর্তী পূর্নবাসন কর্মসূচীর আওতায় গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছেন । আজ ১৭ এপ্রিল সকাল ১১ উপজেলার কাটাবাড়ী নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) কার্যলয়ে কাটাবাড়ী ,কামদিয়া ও সাপমারা ইউপির হতদরিদ্র আদিবাসী সহ ৩৩ টি পরিবারের মাঝে বন্যা পরবর্তী পূর্নবানের সহায়তা কর্মসূচীর আওতায় ঘর তৈরী সামগ্রী বিতরন করেছেন।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার আলো ও গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি বদিউজ্জামান। সভায় বক্তব্য রাখেন, মেসমাউল সরকার, ট্রেইনিং অফিসার এনডিএফ দিনিজপুর, মি. পংকজ লাকড়া টেকনিক্যাল অফিসার এগ্রিকালচার,উত্তম কুমার চক্রবতী ফিল্ড ম্যানেজার, কৈননীয়া গোবিন্দগঞ্জ, মনোরঞ্জন সাহা প্রোগ্রাম অফিসার এনডিএফ ঘোড়াঘাট ও লক্ষন কুমার ফিল্ড অফিসার এনডিএফ গোবিন্দগঞ্জ ইউনিট।
এ ছাড়াও অনুষ্ঠানে আদিবাসী সংগঠনের নেতাসহ এলাকার গণমান্য ব্যক্তি গন উপস্থিত ছিলেন।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা