শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

মুম্বাইয়ে মুজিবনগর দিবস পালিত

মুম্বাইয়ে মুজিবনগর দিবস পালিত

ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই প্রাঙ্গণে বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়।

এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ, আলোচনাসভা এবং বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র ‘মুজিবনগর সরকার’ প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান ‘বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর দিবস’-এর গুরুত্ব তুলে ধরেন এবং উল্লেখ করে বলেন, এই সরকারের শপথ গ্রহণের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে তার অভিযাত্রা শুরু করে এবং এই সরকারের অসাধারণ দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, সুযোগ্য নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনার মাধ্যমেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।

আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ এবং তাঁদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত