![বগুড়ার শেরপুরে বীজের দোকানে দুর্ধর্ষ চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/bagura_abnews24_135659.jpg)
শেরপুর (বগুড়া), ১৭ এপ্রিল, এবিনিউজ: শেরপুর পৌর শহরের ধুনট রোড তালতলা এলাকায় গতকাল সোমবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা একটি বীজের দোকানের চালের টিন কেটে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ সাড়ে ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েন করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোপালপুর গ্রামের তবিবর রহমান ওরফে তবিবর মেম্বার দীর্ঘদিন ধরে পৌর শহরের ধুনট রোড তালতলা এলাকায় মেসার্স ফরহাদ বীজ ভান্ডারের নামে ঘর ভাড়া নিয়ে বিভিন্ন বীজের ব্যবসা করে আসছিল। গতকাল ১৬ এপ্রিল সোমবার স্থানীয় হাটে ভূট্রা বীজ বিক্রির সাড়ে ৫ লাখ টাকা ক্যাশ বাক্সে রেখে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়।
এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা ওই রাতের যে কোন সময় দোকান ঘরের পিছনের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে রাখা ওই টাকা গুলো নিয়ে যায়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তবিবর রহমান দোকানে এসে চুরির বিষয়টি টের পায়। এ ঘটনায় দোকান মালিক তবিবর রহমান বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন- চুরি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা