রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

বগুড়ার শেরপুরে ঝিঙ্গা গাছ কেটে সাবাড়

বগুড়ার শেরপুরে ঝিঙ্গা গাছ কেটে সাবাড়

শেরপুর (বগুড়া), ১৭ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার শেরপুরে রাতের আধারে ঝিঙ্গা গাছ কেটে সাবাড় করা হয়েছে। অভিযোগে জানা যায়, গতকাল ১৬ এপ্রিল রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আ. খালেকের পুত্র রিপনের সব্জিক্ষেতে রাতের কোন এক সময়ে এ গাছ কাটার ঘটনা ঘটে। সব্জিক্ষেতের গাছগুলো কেটে ফেলায় চোঁখে-মুখে অন্ধকার দেখছেন রিপন।

এ ব্যাপারে জানতে চাইলে সব্জিচাষী রিপন সাংবাদিকদের বলেন, একই এলাকার আয়েজ উদ্দিনের ছেলে রফিকুল আমার বোরো ধানে পানি সেচ দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তার সাথে কথাকাটাকাটির জেরে সে বলেছিল আমাকে দেখে নেবে। এই জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সব্জিক্ষেতের এ গাছ কাটাকে কেন্দ্র করে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত