![বানিয়াচংয়ে বজ্রপাতে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/dead_abnews_135665.jpg)
হবিগঞ্জ, ১৭ এপ্রিল, এবিনিউজ : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দিতে বজ্রপাতে আমীর আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় পৈলারকান্দি নামক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকালে আমীর আলী ধান উঠানোর কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি