![ময়মনসিংহে প্রতারক চক্রের সদস্য আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/rab_abnews_135667.jpg)
ময়মনসিংহ, ১৭ এপ্রিল, এবিনিউজ : র্যাব-১৪ ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে নজরদারী করে ভূয়া প্রশ্নপত্র প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে।
র্যাব-১৪, ব্যাটালিয়ন সদরের অপস অফিসার এএসপি হাফিজুল ইসলাম বাবু এর নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের কেওয়াটখালী বর্মণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য মো. আতিকুল ইসলাম সৈকত(২৩)কে আটক করে।
আটককৃত সৈকত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার বাজারপাড়া এলাকার আইয়ুব আলী মজুমদার এর ছেলে।
আটককৃত সৈকত এর নিকট হতে বিভিন্ন ফোন অপারেটরের ১২(বার)টি সিমকার্ডসহ ২ (দুই)টি মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সৈকত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সহিত সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
তার নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, এই চক্রটি ইতোপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন এ্যাপস্ ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রদান এবং পরীক্ষার ফলাফল পরির্বতনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।
চলমান এইচএসসি পরীক্ষাকে পুঁজি করেও প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রটি বিভিন্ন ধরণের প্রতারণা মূলক কার্যক্রমে লিপ্ত ছিল। চক্রের বাকি সদস্যকে অবিলম্বে গ্রেফতারের জন্য র্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন -২০০৬ (সংশোধনী-২০১৩) এর অধীনে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি