![ভালুকায় ঝড়ে একজনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/nihoto_135668.jpg)
ময়মনসিংহ, ১৭ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের ভালুকা উপজেলার কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে গতকাল সোমবার রাতে বয়ে যাওয়া ঝড়ে একজনের মৃত্যু ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে।
জানা যায়, ঝড়ে জেনারেটারের লাইনের তারে স্পৃষ্ট হয়ে বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে বাবলু মিয়া (৩৫) নামে এক চা দোকানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এছাড়াও ঝড়ে ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ঘরের টিনের চালা, ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকার হাইটেক ক্লথিং লি. এর একটি টিনের ছাপরা ও সীমানা প্রাচীর ভেঙে যায়। ঝড়ে ভরাডোবা,মেদুয়ারী,উথুরা ও ভালুকা সদর ইউনিয়নের উঠতি ইরি বোরো ধান, গাছ-পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও উপজেলার প্রত্যন্তাঞ্চলে বিদ্যুতলাইনের তার ছিড়ে যাওয়ায় অনেক গ্রামে এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি