![কাউখালীতে মুজিবনগর দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/sova_abnews_135671.jpg)
কাউখালী (পিরোজপুর), ১৭ এপ্রিল, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, জেলা পরিষদের সদস্য শাহজাদী শাহীন রেবেকা চৈতী, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আ. ছালাম, শিক্ষক নেতা সুব্রত রায় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, মৎস কর্মকতা মো. জাকিরে হোসেন, প্রেসক্লাব সভাপতি তারিকুল ইসলঅম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদসহ আরও অনেকে।
আলোচনা শেষে রচনা প্রতিযোগতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি