![হবিগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/sova_abnews_135677.jpg)
হবিগঞ্জ, ১৭ এপ্রিল, এবিনিউজ : জেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।
এছাড়া প্রশাসনের বিভিন্ন কর্র্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি