বোয়ালখালী (চট্টগ্রাম), ১৭ এপ্রিল, এবিনিউজ : বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিনিময়ে বাঙালি একটি বাংলাদেশ নামক ভুখ- পেয়েছে, তাঁর ঐতিহ্য ধরে রাখতে হলে হিংসা-বিদ্বেষ-হানাহানি ভুলে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে এক যোগে দেশের কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু আজ বেঁচে নেই, কিন্তু ঠিকানা দিয়ে গেছেন। সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বর্তমান প্রজন্মদের সঠিক ইতিহাস জানতে হবে।
বোয়ালখালীতে মুজিব নগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান এসব কথা বলেন।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন।
পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জসিম, মোহাম্মদ মোকারম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম।
এবিএন/রাজু দে/জসিম/এমসি