![গোদাগাড়ীতে চোলাই মদসহ আটক ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/atok-abn4_135681.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ১৭ এপ্রিল, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় চোলাই মদ তৈরী ও সেবন করার দায়ে ৪ জনকে আটক করেছে রাজশাহীর র্যাব-৫।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে র্যাব-৫ এর একটি দল ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে উপজেলার বাবু ডাইংপাড়া এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশীয় চোলাই মদ তৈরী ও সেবন করার দায়ে ৪ জনকে গ্রেফতার করে।
আককৃতরা হলো উপজেলার সার্দল গ্রামের লতিফুরের ছেলে বাবুল মিয়া ( ৩৮), শান্তিপাড়া গ্রামের মৃত রশিদের ছেলে মদন কটি (৪২), চাঁপাই নবাবগঞ্জ হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল (৩৬) ও কুলিপাড়া গ্রামের মৃত এন্তাজের ছেলে মুন্টু মিয়া (৩১)।
প্রত্যেককে বিনাশ্রম ৬ মাসের কারাদন্ড প্রদান করে উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট শিমুল আকতার। গ্রেফতারকৃতদের জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ঘটনাস্থল হতে উদ্ধারকৃত ৪০,০০০ (চল্লিশ হাজার) লিটার দেশীমদ, দেশীমদ তৈরীর উপকরণ ধ্বংস করা হয়।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি