![মতলবে ৮৬ দিন পর গৃহবধুর লাশ উত্তোলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/arrest_abnews_135684.jpg)
চাঁদপুর, ১৭ এপ্রিল, এবিনিউজ : চাঁদপুরের মতলবের ছেঙ্গারচর বাজারস্থ মারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে অবৈধভাবে গর্ভপাতের সময় টগি রাণী সরকার নিহতের ঘটনায় মামলা পুন:তদন্তের জন্য ৩ মাস (৮৬ দিন) পর গতকাল সোমবার কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষের নেতৃত্বে লাশ উত্তোলন করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো.আলমগীর হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা, স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মিয়াসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২১ জানুয়ারি ওই ক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করানোর ঘটনায় টগি রাণী সরকারের মৃত্যুর পর লাশ গুম করার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধুর লাশটি ষাটনল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত টগি রাণী উপজেলার কলাকান্দা গ্রামের হিন্দুপাড়ার ক্ষিতিশ চন্দ্র সরকারের স্ত্রী। পরদিন ২২ জানুয়ারি নিহতের স্বামী বাদী হয়ে ক্লিনিক পরিচালক আফরোজা মাসুদ ঝুনুকে প্রধান আসামী করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১।
মামলার অন্যান্য আসামীরা হলো- বালুচর গ্রামের মৃত আজিজ আহমেদের ছেলে শিপন (৩৫), ইবনাল মঈন আহমেদ রিপন (৪৫), উত্তর শিকিরচরের মৃত রহিম বক্সের ছেলে জামাল হোসেন (৪২),ঘণিয়াড়পারের মৃত ডা.জসিম উদ্দিনের ছেলে সোহাগ মোল্লা (২৫)।
পরদিন ২৩ জানুয়ারি ক্লিনিকের পরিচালক ও প্রধান আসামী পরিবার পরিকল্পনা সহকারি আফরোজা মাসুদ ঝুনু (৩৮), নৈশ্য প্রহরী জামাল হোসেন (৪২) এবং ১৬৪ ধারায় জবানবন্ধীর জন্য ক্লিনিকের দুই কর্মচারীকে আদালতে প্রেরণ করা হয়।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি