![শিবপুরে শিশু মেলা উপলক্ষে র্যালি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/rally_abnews_135685.jpg)
শিবপুর (নরসিংদী), ১৭ এপ্রিল, এবিনিউজ : শিবপুর উপজেলা পরিষদ মাঠে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমে (৫ম পর্যায়ে) প্রকল্পের আওতায় শিশু মেলা ২০১৮ উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার শীলু রায়ের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ উপজেলা ও পৌরসভার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি