বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • বিভিন্ন কূটনৈতিক মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বিভিন্ন কূটনৈতিক মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বিভিন্ন কূটনৈতিক মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ঢাকা, ১৭ এপ্রিল, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ১৭ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনসমূহে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠের মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৮-এর অনুষ্ঠান শুরু হয়।এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের উপর ভিত্তি করে একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার সুফিউর রহমান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য সহকর্মীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরন করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার শপথ নেওয়ায় বাংলাদেশ সরকারের আইনগত, সাংবিধানিক ও ন্যায়সংগত অবস্থান তৈরি হয় এবং তা মহান মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও স্বীকৃতি অর্জনে বিশেষ ভূমিকা রাখে।

মুজিবনগর সরকারের যোগ্য নেতৃত্বে, সঠিক দিকনির্দেশনা ও রণকৌশল মুক্তিযুদ্ধকে সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যায়।

ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস চ্যান্সারী ভবনে রাষ্ট্রদূত সামিনা নাজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন।পরে এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বাণী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। দিনটি স্মরণ করে বিশেষ প্রার্থনা ও আলোচনাসভা এবং মহান মুক্তিযুদ্ধে উপর একটি প্রামাণ্যচিত্র ‘হাউ উই এচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স’ প্রদর্শিত হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার জাতীয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন ।

দক্ষিন কোরিয়ার সিউলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কুরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফেরাত এবং দেশের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভারতের মুম্বাইতে বাংলাদেশ উপ-হাইকমিশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পরে আলোচনাসভা এবং বাংলাদেশের প্রথম সরকার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মুজিবনগর সরকার’ প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে ডেপুটি হাইকমিশনার মো. লুৎফর রহমান বলেন, মুজিবনগর সরকারের শপথ গ্রহনের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশে^ তার অভিযাত্রা শুরু করে এবং এই সরকারের অসাধারন দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, সুযোগ্য নেতৃত্ব ও সার্বিক দিকনির্দেশনার মাধ্যমেই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জন করে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিকালে চ্যান্সারিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থীদের ব্যবস্থাপনা, যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর পাশে দাঁড়ানোসহ মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় সার্বিক দায়িত্ব সফলতার সাথে পালন করে।

আলোচনা শেষে, জাতির পিতা ও জাতীয় চারনেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে, মুজিবনগর ও মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত