![দুপচাঁচিয়ার মুজিবনগর দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/fighter_abnews_135688.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ১৭ এপ্রিল, এবিনিউজ : দুপচাঁচিয়ার মোস্তফাপুর মুক্তিযোদ্ধা একাডেমীর আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে একাডেমীর কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা একাডেমীর সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে ও উপদেষ্টা এম, সরওয়ার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (সিআইডি) হাসান শামীম ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, একাডেমীর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হোছেন আলী, কৃষক আব্দুর রশিদ, তবিবর রহমান ও মোকছেদ আলী প্রমুখ।
পরে একাডেমীর পক্ষ থেকে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে সফলতা অর্জন করায় হাসান শামীম ইকবাল, সমাজ সেবায় অবদান রাখায় আবু সালেহ মো. নূহ, পরিবেশ রক্ষায় বনায়ন সৃষ্টিতে অবদান রাখায় এটিএম আক্তারুজ্জামান, কৃষিতে অবদান রাখায় কৃষক আব্দুর রশিদ, তবিবর রহমান ও মোকছেদ আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি