শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস পালিত

দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস পালিত

দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস পালিত

দুপচাঁচিয়া (বগুড়া), ১৭ এপ্রিল, এবিনিউজ : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আজ মঙ্গলবার সকালে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হক মন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সহ-সভাপতি আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান তালুকদার মুকুল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনিছুর রহমান।

আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুণ্ডু, সাংবাদিক এম, সরওয়ার খান, অধ্যক্ষ আবুল বাশার, প্রধান শিক্ষক বেলাল হোসেন, নূরে আলম ছিদ্দিকী, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাও. আজিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য ও জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত